বুধবার ২২ অক্টোবর ২০২৫ - ১৭:০৩
প্রয়োজন হলে ইরান আবারও ক্ষেপণাস্ত্র ব্যবহার করবে: আয়াতুল্লাহ খামেনেয়ী

ইসলামী বিপ্লবের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ সাইয়্যেদ আলী খামেনেয়ী বলেছেন, ইরানের ক্ষেপণাস্ত্রগুলি সশস্ত্র বাহিনী ও সামরিক শিল্পের মাধ্যমে তৈরি ও নিয়ন্ত্রিত হয় এবং এগুলো এখনও ইরানের হাতে পর্যাপ্ত পরিমাণে রয়েছে। প্রয়োজনে ভবিষ্যতে এগুলো পুনরায় ব্যবহার করা হবে।

হাওজা নিউজ এজেন্সি: গত সোমবার দেশটির বিভিন্ন ক্রীড়া ও আন্তর্জাতিক বৈজ্ঞানিক অলিম্পিয়াডে পদকজয়ী শতাধিক ইরানি ক্রীড়াবিদ ও প্রতিযোগীর সঙ্গে সাক্ষাৎকালে তিনি এই মন্তব্যগুলো করেছেন।

সর্বোচ্চ নেতা ইরান-ইসরায়েলের ১২ দিনের যুদ্ধে ইসলামি প্রজাতন্ত্রের অসাধারণ প্রতিহতের প্রসঙ্গ তুলে বলেন,

 “যাজনবাদীরা কখনো আশা করেনি যে, ইরানি যুবকদের হাতে তৈরি একটি ক্ষেপণাস্ত্র তাদের সংবেদনশীল গবেষণা কেন্দ্রগুলোর গভীর অংশকে আগুনে ভস্মীভূত করতে সক্ষম হবে। কিন্তু এটাই ঘটেছে।”

তিনি আরও জোর দিয়ে বলেন,

“ইরান কোথাও থেকে ক্ষেপণাস্ত্র কেনেনি; আমরা এগুলো স্ব-উদ্যোগে তৈরি করেছি। এগুলো ইরানি যুবকদের সৃষ্টিশীলতার পরিচায়ক। যখন একজন ইরানি যুবক পরিশ্রম ও অধ্যবসায়ের মাধ্যমে বৈজ্ঞানিক অবকাঠামো গড়ে তোলে, তখন সে এমন মহান কর্ম সাধনের ক্ষমতা রাখে।”

আপনার কমেন্ট

You are replying to: .
captcha